স্টাফ রিপোর্টার,ইউসুফ চৌধুরী:রংপুরে নতুন রাডার ডপলার চালু হওয়ার তথ্য প্রকাশ করলেন আবহাওয়া অফিস।আবহাওয়া অফিসের তথ্যমতে ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে রংপুর রাডার স্টেশন।
এই রাডার স্টেশন ৪৫০ কিলোমিটার দূরের বৃষ্টিপাতের ধরল ঘূর্ণিঝড় সহ্ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বভাস দিতে পারবে সংশ্লিষ্টরা মনে করেন।
বাংলাদেশ আবহাওয়া বিভাগের পরিচালক মুমিনুল ইসলাম বলেন,আমরা রাডার কে পরিক্ষা করে দেখেছি। এবং আজকে থেকে আমরা এই রাডারের পুনঃভাবে তথ্য গবেষণা মূলক কাজে ব্যবহার করতে পারব এবং আশা করি এর মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস ব্যবস্থা আরো উন্নত হবে।
রাডারটির মাধ্যমে ঘূর্ণিঝড় মেঘের গতিবিদি বৃষ্টিপাতের তাপমাত্রা বজ্রপাত সহ আগাম সতর্কসংকেতের কথা জানান স্টেশনটির প্রধান কারিগরি কর্মকর্তা।এতে আগাম পূর্বাভাস ক্ষয়ক্ষতি প্রাণ হানি কম হবে বলে জানান তিনি।
দেশ স্বাধীন হওয়ার ছয় বছর পর রংপুর নগরীর কলেজ রোডে, ৪তথা মোড় এলাকায় ঘিরে। আবহাওয়া অধিদপ্তরের অধীনে রাডার ও কম্পন পর্যবেক্ষণ আকার স্থাপন করা হয়।এর পর জাপান সরকারের সহযোগিতায় ১৯৯৯ সালে ১০০ কোটি টাকা ব্যয় করে রাডার স্থাপন করা হয়।কিন্তু রাডারটি ২০১২ সালে পুরাপুরি বন্ধ হয়ে যায়।