
মোঃমেরাজুল ইসলাম, রংপুর প্রতিনিধি: সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা, কর্মপরিবেশের উন্নয়ন এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠাসহ ২১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)-এর আয়োজনে রংপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও সমাবেশে অংশ নেন মহানগরসহ আট উপজেলার দুই শতাধিক গণমাধ্যমকর্মী। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বৃষ্টিতে ভিজে সাংবাদিকরা তাদের কর্মসূচি পালন করেন। সভায় সভাপতিত্ব করেন আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন রংপুর প্রেসক্লাব, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, জাতীয় সাংবাদিক সংস্থা ও জেলার বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দ্রুত দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাপ্তাহিক দুইদিন ছুটি নিশ্চিতকরণ, সাংবাদিক হত্যার বিচার, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সব কালাকানুন বাতিল, সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত স্থাপনসহ ২১ দফা দাবি অবিলম্বে কার্যকর করতে হবে। বক্তারা আরও বলেন, “নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া” নীতি বাস্তবায়ন করতে হবে, কারণ ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ ছাড়া স্বাধীন গণমাধ্যম সম্ভব নয়। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব দাবি না মানলে সাংবাদিক সমাজ বাধ্য হয়ে ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবে, যেখানে রংপুরের সাংবাদিকরাও সক্রিয়ভাবে অংশ নেবেন। এ সময় সংহতি প্রকাশ করেন রংপুর বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক ইমরান হোসেন, রেড জুলাই সভাপতি ও এনসিপি নেতা শেখ রেজওয়ানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা। সমাবেশ শেষে সাংবাদিকরা জানান, তাদের দাবি বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। দুর্যোগময় আবহাওয়ার মধ্যেও সাংবাদিকদের এই ঐক্য ও অংশগ্রহণ প্রমাণ করেছে— গণমাধ্যমের অধিকার ও মর্যাদা রক্ষায় তারা আপসহীন
Leave a Reply