নাজিম আল হাসান রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগে কোটা বৈষম্য এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ জারিকৃত আইন না মানার প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার যুব পরিষদ–এর ব্যানারে প্রতিবাদ সমাবেশ, র্যালি ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রবিবার (১৬ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার যুব পরিষদের আহ্বায়ক আসাদুজ্জামান খান–এর নেতৃত্বে একটি র্যালি বের হয়ে জেলা পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে জেলা পরিষদের সদস্য মিনহাজ মোর্শেদ–এর নিকট আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার যুব পরিষদের আহ্বায়ক আসাদুজ্জামান খান, সদস্য সচিব আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম, যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রাঙামাটি জেলা পরিষদ পরিচালিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির সংখ্যাগত কোটা বণ্টন বৈষম্যমূলক এবং জাতীয় শিক্ষা নীতিমালার সঙ্গে অসঙ্গত। এতে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন বলে দাবি আন্দোলনকারীদের। একই সঙ্গে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে নিরপেক্ষভাবে পরীক্ষা গ্রহণেরও দাবি জানানো হয়।
এসময় পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার যুব পরিষদের আহ্বায়ক আসাদুজ্জামান খান বলেন,
“২৪ শে’ কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশে কোটা ব্যবস্থা বাতিল হলেও পার্বত্য চট্টগ্রামে এখনো কার্যকর হয়নি। এখানে কোটার নামে একটি জাতিগোষ্ঠীকে অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে, যা বৈষম্যমূলক এবং যোগ্য প্রার্থীদের বঞ্চিত করছে।”
তিনি জেলার দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে দ্রুত কোটা ব্যবস্থা বাতিলের আহ্বান জানান।
পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের সদস্য সচিব আব্দুল মান্নান বলেন, কোটা সংক্রান্ত নির্দেশনা না মানা এবং নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় তারা বাধ্য হয়ে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। তিনি আরও জানান, বিষয়টি দ্রুত সমাধান না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
আন্দোলনকারীরা আশা প্রকাশ করেন, জেলা পরিষদ কর্তৃপক্ষ তাদের দাবি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নেবে, যাতে রাঙামাটির সাধারণ চাকরি প্রত্যাশীরা দীর্ঘদিনের অনিশ্চয়তা থেকে মুক্তি পেতে পারেন।