মোঃ কবির হাওলাদার স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে। এই পরিস্থিতিতেপায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর প্রভাবে আজ সকাল থেকে পটুয়াখালী জেলার রাঙ্গাবালীতে থেমে থেমে বৃষ্টি। পাশাপাশি দমকা বাতাস বইছে।
উত্তাল হয়ে উঠেছে নদ-নদী ও সাগর। যার কারণে সাগরে মাছ শিকারী জেলেরা ইতোমধ্যে তীরে ফিরতে শুরু করেছে। মঙ্গলবার আবহাওয়া অফিসের এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্য বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। নিম্নচাপটি সকাল ৬টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ২২০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিল।
এটি আরও ঘনীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তাই উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়।এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পটুয়াখালীর ওপর দিয়ে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড় বয়ে যেতে পারে।
সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ অবস্থায় নদীবন্দরকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।