মোঃ কামরুল ইসলাম রানা
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে আজ সোমবার এক আনুষ্ঠানিক আয়োজনে এএসআই (নিরস্ত্র) মোঃ রাজিব হোসেনকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির পর র্যাংক ব্যাজ পরিয়ে দেন জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত জেলায় বিদ্যমান প্রকৃত শূন্য পদের বিপরীতে এই পদোন্নতি দেওয়া হয়। অনুষ্ঠানে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন নবপদোন্নত কর্মকর্তাকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম উপস্থিত ছিলেন।
Leave a Reply