চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ১নং ওয়ার্ড হাজী পাড়ার হাবীব বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৮টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। আগুনের খবর ছড়িয়ে পড়লে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থলে আসার পূর্বে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনের তাপ বেশি থাকায় দ্রুত ঘরের আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত মো: কুতুব উদ্দিন (৪০) একজন দিনমজুর কৃষক।
ক্ষতিগ্রস্ত মো: কুতুব উদ্দিন বলেন, আমি একজন দিনমজুর কৃষক। অগ্নিকান্ডে যে ক্ষতি হয়েছে তা পূরণ করা আমার পক্ষে সম্ভব নই। আমি সরকার ও বিত্তশালীদের নিকট সাহায্য-সহযোগীতা কামনা করছি। বিদ্যুৎ থেকে এই আগুনের সূত্র বলে জানান তিনি।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের দলনেতা লিটন বলেন, আমরা এসে দেখি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করেছেন। তিনি স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
Leave a Reply