মানজুরুল হাসান মিঠু:পুলিশের হামলার বিচার ও তিন দফা দাবিতে রাতভর রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা।আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাকরাইল মোড়ে অন্তত অর্ধশত আন্দোলনকারীরা শিক্ষার্থীদের অবস্থানের কারণে কাকরাইল মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
সংশ্লিষ্ট এলাকায় তৈরি হয়েছে যানজট ঘটনাস্থলে থাকা রমনা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদির সকাল ৯টায় দৈনিক মাতৃজগতকে এ তথ্য জানিয়েছেন। এসআই আব্দুল কাদির মাতৃজগতকে বলেন কাকরাইল মোড়ে অন্তত অর্ধশত আন্দোলনকারীরা আছেন।