রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এম এম শাকিলুজ্জামান এর সার্বিক নির্দেশনায় এবং রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব স্বপন কুমার মজুমজার এর সার্বিক তত্বাবধানে রাজবাড়ী সদর থানার এস আই/(নিঃ) হিরন কুমার বিশ্বাস সংগীয় এএসআই/ মোঃ দেলোয়ার হোসেন এবং এএসআই/ অনুপ কুমার সরকার সহ রাজবাড়ী থানাধীন সূর্যনগর রেলষ্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজবাড়ী থানার মামলা নং-১৭, তারিখ ১২/১০/২০১২ খ্রিঃ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন/২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(৪)(খ), যাহা নারী ও শিশু মামলা নং-৪৯/১৩ মামলার ০৫(পাঁচ) বৎসরের সশ্রম কারাদন্ড, ১০,০০০/-টাকা জরিমানা অনাদায়ে আরো ০৬ মাস সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মোঃ রতন শেখ কে (৪৫), গ্রেফতার করা হয়।
রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক গত ২৪/০৩/২০২০ খ্রিঃ তারিখে অত্র মামলার রায় ঘোষনা করেন।
নাবালিকা শিশুটিকে ধর্ষনের চেষ্টার ঘটনার শিশুটির পিতা- বাদী হয়ে গত ১২/১০/২০১২ খ্রিঃ তারিখে রাজবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে উল্লেখিত মামলা দায়ের করেন।
রাজবাড়ী থানায় মামলা রুজুর পর থেকেই উক্ত আসামী রতন শেখ দেশের বিভিন্ন স্থানে ০৮ (আট) বৎসর যাবৎ পলাতক অবস্থায় জীবন যাপন করছিল।