রাজবাড়ী তে ৯ অাগষ্ট সোমবার বিকালে পদ্মা নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। এসময় তিনি বলেন, রাজবাড়ীর পদ্মা নদী তীরের ভাঙ্গন যেভাবে দ্রুত রোধ করা যায় , সে লক্ষেই আমরা কাজ করছি। এছাড়াও নির্মাণের পর পরই কেন কি কারণে ভাঙ্গন হলো, তা খতিয়ে দেখা হবে। এই কাজে কারো অবেহলা থাকলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, , ফরিদপুরের সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা, পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক ফজলুর রশিদ, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ সহ অন্যান্যরা।
সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে মাননীয় উপমন্ত্রী মহোদয় দৌলতদিয়া লঞ্চ ও ফেরী ঘাটের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে এরপর ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।
Leave a Reply