রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এম এম শাকিলুজ্জামান মহাদয়ের সার্বিক নির্দেশনায় এবং রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব স্বপন কুমার মজুমজার এর সার্বিক তত্বাবধানে রাজবাড়ী সদর থানার এস আই/(নিঃ) হিরন কুমার বিশ্বাস সংগীয় কং/৩৪১ মোঃ অপু মোল্লাকে সহ রাজবাড়ী থানাধীন চন্দনী এলাকা থেকে ভেড়ামারা জি, আর মামলা নং-১৩২/১৭, মামলার ০১(এক) বৎসরের সশ্রম কারাদন্ড , ১,০০০/-টাকা জরিমানা অনাদায়ে আরো ০১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী রাসেল মন্ডল @ বাদশা মন্ডল (৩২), পিতা-মৃত-বাচ্চু মন্ডল ,সাং-বহরপুর দড়িপাড়া এ/পি সাং-ভবানীপুর মুরগীর ফার্ম, থানা ও জেলা-রাজবাড়ীকে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
কুষ্টিয়ার জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম,আদালতের বিজ্ঞ বিচারক গত ১৭/১০/২০১৯ খ্রিঃ তারিখে অত্র মামলার রায় ঘোষনা করেন।রায় ঘোষনা হবার পর থেকেই উক্ত আসামী পলাতক অবস্থায় ভাড়া বাসা বদল করে ভাসমান অবস্থায় জীবন যাপন করছিল।
উক্ত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় এবং রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানায় আরো ০২(দুই) টি মাদকদ্রব্য আইনের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে।
Leave a Reply