দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
মোঃ ইসমাইল হোসেন নবী
রাজশাহীর দুর্গাপুরে গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন, মাদক বিক্রয়লব্ধ নগদ ১৫ হাজার ১০০ টাকা এবং একটি ডিজিটাল ওয়েট মেশিন জব্দ করা হয়।
সোমবার(১১আগস্ট) সকালে র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ আগস্ট রাত ১২টা ১০ মিনিটে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন তালাইমারী মোড়ে অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার শ্যামপুর গ্রামের আতাউর রহমানের ছেলে আব্দুল্লাহ আল কাফি (২৮), আলিয়াবাদ গ্রামের আহাদ মৃধার ছেলে জালাল মৃধা (৪০)।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য হিসেবে কাজ করছিল। তারা গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করত।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply