বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না দ্বিতীয় ধাপে ঘর পাচ্ছে রাজশাহীর ৮৫৪ জন গৃহহীন পরিবার।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে তাঁরা এসব বাড়ি পাবেন। এতে ব্যয় হয়েছে ১৬ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকা। শনিবার(১৯ জুন) শনিবার দুপুরে জেলা প্রশাসক আবদুল জলিল তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন।
জেলা প্রশাসক জানান, রাজশাহীর ৯টি উপজেলায় ৮৫৪টি পরিবারের জন্য ঘর প্রস্তুত করা হয়েছে। রোববার (২০ জুন) ভার্চুয়াল মাধ্যমে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই সারা দেশের মতো রাজশাহীতেও ঘর হস্তান্তর কার্যক্রম শুরু হবে।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৪০৩টি, তানোরে ১০৫টি, মোহনপুরে ৫০টি, বাগমারায় ৭৭টি, দুর্গাপুরে ১৪টি, পুঠিয়ায় ১১০টি, চারঘাটে ১০টি, বাঘায় ৩৫টি এবং পবায় ৫০টি পরিবার ঘর পাচ্ছে।
জেলা প্রশাসক বলেন, সরকার হাজার-হাজার কোটি টাকা খরচ করে এসব প্রকল্প কোন প্রকার টেন্ডার ছাড়াই বাস্তবায়ন করছে। এসব কাজ উপজেলা কমিটি বাস্তবায়ন করছে। গত বারের চেয়ে এবার কিছুটা খরচ বেড়েছে। এবার প্রতিটি বাড়ি নির্মাণ করতে খরচ পড়েছে- এক লাখ ৯০ হাজার টাকা।
তিনি বলেন, আগামীতে আরও ঘর দেওয়া হবে। যেসব উপজেলা থেকে যত আবেদন পড়ছে; সেই উপজেলায় ওই পরিমাণেই ঘর দেওয়া হচ্ছে। যতদিন পর্যন্ত জেলায় গৃহহীন থাকবে, ততদিন পর্যন্ত এসব প্রকল্প চলবে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহানা আক্তার জাহান, সহকারী কমিশনার অভিজিত সরকার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply