শিরোনাম :
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দিনব্যাপী কর্মশালা ও চেক বিতরণ অনুষ্ঠান ২১ দফা দাবিতে নীলফামারী সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কক্সবাজারের পেকুয়ার রাজাখালীতে পানিতে ডুবে জন্নাতুল নুর নামের দুই বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে রাজশাহী মহানগর বিএনপির কমিটি ঘোষণা চুয়াডাঙ্গায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সঙ্গে স্থানীয় নেতৃবৃন্দের মতবিনিময় গোমস্তাপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস (২০২৫) পালিত কবি রিপন শানকে নিয়ে শব্দকুঠির ৭৭ তম জমজমাট আসর অনুষ্ঠিত নিয়াজ মুহাম্মদ খান সিএসপি যিনি ভালোবেসেছিলেন ব্রাহ্মণবাড়িয়াকে বিজয়নগরে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য আটক। আখাউড়ায় উপজেলা দুই অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে দম্পতি আহত

রাজশাহীতে ঘর পাচ্ছেন ৮৫৪ গৃহনীন একজন মানুষও গৃহহীন থাকবে না

২০ জুন, ২০২১ইং মোঃ মোজাম্মেল হোসেন বাবু জেলা ব্যুরো রাজশাহীঃ
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৮৪৬ বার পঠিত

বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না দ্বিতীয় ধাপে ঘর পাচ্ছে রাজশাহীর ৮৫৪ জন গৃহহীন পরিবার।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে তাঁরা এসব বাড়ি পাবেন। এতে ব্যয় হয়েছে ১৬ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকা। শনিবার(১৯ জুন) শনিবার দুপুরে জেলা প্রশাসক আবদুল জলিল তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন।

জেলা প্রশাসক জানান, রাজশাহীর ৯টি উপজেলায় ৮৫৪টি পরিবারের জন্য ঘর প্রস্তুত করা হয়েছে। রোববার (২০ জুন) ভার্চুয়াল মাধ্যমে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই সারা দেশের মতো রাজশাহীতেও ঘর হস্তান্তর কার্যক্রম শুরু হবে।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৪০৩টি, তানোরে ১০৫টি, মোহনপুরে ৫০টি, বাগমারায় ৭৭টি, দুর্গাপুরে ১৪টি, পুঠিয়ায় ১১০টি, চারঘাটে ১০টি, বাঘায় ৩৫টি এবং পবায় ৫০টি পরিবার ঘর পাচ্ছে।

জেলা প্রশাসক বলেন, সরকার হাজার-হাজার কোটি টাকা খরচ করে এসব প্রকল্প কোন প্রকার টেন্ডার ছাড়াই বাস্তবায়ন করছে। এসব কাজ উপজেলা কমিটি বাস্তবায়ন করছে। গত বারের চেয়ে এবার কিছুটা খরচ বেড়েছে। এবার প্রতিটি বাড়ি নির্মাণ করতে খরচ পড়েছে- এক লাখ ৯০ হাজার টাকা।

তিনি বলেন, আগামীতে আরও ঘর দেওয়া হবে। যেসব উপজেলা থেকে যত আবেদন পড়ছে; সেই উপজেলায় ওই পরিমাণেই ঘর দেওয়া হচ্ছে। যতদিন পর্যন্ত জেলায় গৃহহীন থাকবে, ততদিন পর্যন্ত এসব প্রকল্প চলবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহানা আক্তার জাহান, সহকারী কমিশনার অভিজিত সরকার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com