রাজশাহী নগরীতে পুলিশ সদস্যকে অপহরণের পর নির্যাতন ও ছিনতাইয়ের ঘটনায় পেশাদার চোর, ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার করেছে পুলিশ।
রাজশাহী নগরীতে ছিনতাইকারীদের খপ্পরে পড়েছিলেন এক পুলিশ সদস্য। এরপর চরম খেসারত দিতে হয়েছে তাকে। ফিল্মি কায়দায় চালানো হয় তার উপর নির্যাতন। এটিএম কার্ডের পিন নম্বর বলে দেয়ার পরও ওই পুলিশ সদস্যর জ্ঞান ফিরাতে দেয়া হয় সিগারেটের ছ্যাকা! এবাদেও সর্বস্ব ছিনিয়ে নেয়ার পর উলটো চোর বলে ওই পুলিশ সদস্যকে তুলে দেয়া হয় জনগণের হাতে।
বিষয়টি জানার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে আরএমপি জুড়ে। লড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবশেষে অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে ৪ জন অন্ধকার জগতের পেশাদার অপরাধী, ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে মতিহার থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ পলাশ কবির (২৫), সে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম বাজার এলাকার মৃত সুরে জামালের ছেলে, মোঃ সাগর ইসলাম অরফে ইমন (২৯), মতিহার থানাধীন সোরাফানের মোড় আমবাগান এলাকার মোঃ সামাদ মন্ডলের ছেলে, মোঃ রকি (৩৫), বোয়ালিয়া থানাধীন শিরোইল কলোনী দোসর মন্ডলের মোড় এলাকার মোঃ আব্দুর রহমানের ছেলে ও একই থানার মৃত ইসলাম শেখের ছেলে মাঃ সোহেল (৪০)।
রবিবার গভির রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয। এ তথ্য নিশ্চিত করেছেন, মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান।
Leave a Reply