মোঃ বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা ব্যুরো প্রধানঃ
রাজশাহীতে জেলা পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৬ কেজি গাঁজা আটক করা হয়েছে৷ আজ ২৭ জুন ২০২৩ তারিখে দুপুর দেড়টার দিকে শাখা জেলার স্মরণ কালের বৃহত্তম গাঁজার চালান আটক করেছেন সুদূর হবিগঞ্জের মাধবপুর থেকে রাজশাহীর বাগমারাগামী এ চালানের সাথে আটক করা হয়েছে।
রাজশাহী জেলায় স্মরণ কালের বৃহত্তম গাঁজার চালান আটক৷ দেশের অন্যতম বৃহৎ হেরোইনের চালান আটকের রেশ না কাটতেই রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা জেলার স্মরণ কালের বৃহত্তম গাঁজার চালান আটক করেছে৷ পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম বার এঁর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর তত্ত্বাবধানে ওসি ডিবি আব্দুল হাই পিপিএম, ইন্সপেক্টর আতিক, এসআই নাসিমদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার অভিযানে বাগমারা থানার শুভডাঙ্গা ইউনিয়নের বসন্তপুর গ্রাম থেকে উল্লেখিত গাঁজা আটক করা হয়৷
৫৬ কেজি গাঁজা আটক করা হয়েছে৷ সুদূর হবিগঞ্জের মাধবপুর থেকে রাজশাহীর বাগমারাগামী এ চালানের সাথে আটক করা হয়েছে বহনকারী ট্রাক (ঢাকা মেট্রো ড ১১-৯০৭৩), ট্রাকের মালিক কাম চালক জিল্লুর রহমান মমিন(২৫) পিতা- জেকের আলী সাং বানাইপুর এবং তুষার ইসলাম রবিউল (১৮) পিতা- আব্দুল মজিদ সাং বুরজোতকোর উভয় থানা বাগমারা জেলা রাজশাহীদ্বয়কে৷
বাগমারা থানায় মাদক দ্রব্য আইনে মামলা করা হয়। আসন্ন ঈদে বাগমারা এবং সংলগ্ন এলাকায় ব্যবহারের উদ্দেশ্যে এ গাঁজা আনা হচ্ছিল৷ এই অপরাধের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত আছে৷