২১ মে ২০২১ইং
রাজশাহীর পবা উপজেলায় ধানবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে খেয়ে ইমান আলী (৩৫) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালক ফয়সাল হোসেন (৩২)। ২১ মে শুক্রবার ভোর ৬ টার দিকে উপজেলার নতুন কসবা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমান ও আহত ফয়সালের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়।
রাজশাহীর দামকুড়া থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, ধান নিয়ে ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে নতুন কসবা এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই হেলপার নিহত হন। আর গুরুতর আহত অবস্থায় চালক ট্রাকের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং নিহিতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা ও ময়নাতদন্তের পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply