রাজশাহী জেলা পরিষদের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
০২ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার সকালে ১০ ঘটিকায় মহানগরীর কোট চত্বরে নির্মিত রাজশাহী জেলা পরিষদের দৃষ্টিনন্দন বহুতল ভবনের ভার্চুয়ালি আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো:তাজুল ইসলাম এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভবন উদ্বোধন করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানাযায়, ২০১৮ সালের ডিসেম্বরে ভবনের কাজ শুরু হয়। এতে প্রকল্প ব্যয় ধরা হয় ১৭ কোটি ৩৫ লাখ ২৪ হাজার ৬৩ টাকা। চারতলা বিশিষ্ট ভবনটির নির্মাণ এলাকা ৪০ শতাংশ। ভবনের নির্মাণ কাজ শেষ হয় চলতি বছরের ৩১ আগস্ট।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজশাহী বাঘা-চারঘাট আসনের এমপি মো. শাহরিয়ার আলম, সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা, বাগমারা আসনের এমপি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক, পবা-মোহনপুর আসনের এমপি মো. আয়েন উদ্দিন, পুঠিয়া-দুর্গাপুর আসনের এমপি ডা. মো. মনসুর রহমান, তানোর-গোদাগাড়ী আসনের এমপি ওমর ফারুক চৌধুরী, রাজশাহী সংরক্ষিত আসনের নারী এমপি আদিবা আনজুম মিতা।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, বিভাগীয় কমিশনারের অতিরিক্ত সচিব ড. মো. হুমায়ুন কবীর, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বি পি এম (বার) সহ অন্যান্য অতিথিবৃন্দ।
Leave a Reply