 
     সিনিয়র স্টাফ রিপোর্টার
সিনিয়র স্টাফ রিপোর্টার
মোঃ সুজন আহাম্মেদ 
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার নারিকেলবাড়িয়া এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৭টার দিকে স্থানীয় বাসিন্দারা পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে চন্দ্রিমা থানায় খবর দেন।
খবর পেয়ে চন্দ্রিমা থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরনে ছিল কালো রঙের টি-শার্ট ও লুঙ্গি। পুকুরপাড় থেকে একটি লাল গামছাও উদ্ধার করা হয়েছে, যা হতে পারে নিহত ব্যক্তিরই।
চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি মাসুদ গণমাধ্যমকে জানান, লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তিনি বলেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে লাশের অবস্থা ও পুকুরে অবস্থানের ধরন দেখে প্রাথমিকভাবে আমরা এটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করছি।
পুলিশ জানিয়েছে, অজ্ঞাতনামা ওই ব্যক্তির পরিচয় শনাক্তে চেষ্টা চলছে এবং বিষয়টি গভীরভাবে তদন্ত করা হবে। স্থানীয়দের মাঝেও এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।