রাজশাহী জেলার অন্তগত বাগমারার নরদাশের পুকুরে গোসল করতে আসা
তিন জন কিশোর একটি প্রাচীন আমলের কালো মূর্তি উদ্ধার করেছে।
শুক্রবার (২৭ আগষ্ট) দুপুরে ঐ তিন জন কিশোর গোসল করতে আসে নরদাশের পুকুরে। সেখানে ১৩ বছরের (দুলাল হোসেনের ছেলে) একজন কিশোর পায়ে আঘাতের মাধ্যমে শক্ত কিছু একটা বস্তুর উপস্থিতি টের পায়। ছেলেটি ভয় পেয়ে সঙ্গে থাকা অন্য কিশোরদের বিষয়টি জানায়। পরে তারা তিনজন মিলে ঐ প্রাচীন মূর্তিটি উদ্ধার করে।
গত চার মাসে মোট ছয়টি মূর্তি উদ্ধার হল। মূর্তিগুলো পাল ও সেন আমলের বলে প্রত্নতাত্ত্বিক বিভাগ জানিয়েছে।
জানা যায়, মূর্তিটি পাওয়ার পর কিশোরেরা স্থানীয় পানিয়া নরদাশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জনাব গোলাম সারোয়ারের কাছে নিয়ে যায়। গোলাম সারোয়ার মূর্তিটি পাওয়ার পর পুলিশে খবর দিলে পুলিশ এসে মূর্তিটি উদ্ধার করে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদের কাছে জানা যায়, প্রাচীন কালের কালো মূর্তিটি থানায় রাখা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তা প্রত্নতাত্ত্বিক বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply