মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি ঃ পুলিশ কমিশনার; সততা ও পেশাদারিত্বের নির্দেশনা প্রদান।
আজ ৭ মে ২০২৫ খ্রিষ্টাব্দ, সকাল ১০:৩০ মিনিটে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় ডিবি অফিস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মাঈনুল ইসলাম, পিপিএম (বার), পুলিশ কমিশনার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে স্বাগত জানান। এরপর আরএমপি’র একটি চৌকস প্যারেড দল পুলিশ কমিশনার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।
এসময় পুলিশ কমিশনার মহোদয় কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সততা, দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের প্রতি সর্বোচ্চ পুলিশি সেবা নিশ্চিত করতে হবে।
পরিদর্শনকালে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব নাসিদ ফরহাদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।