রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশনায় আজ ১৭ জুন ২০২১ বেলা ১২.০০ টায় আরএমপি পুলিশ লাইন্স পিওএম কনফারেন্স রুমে পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংকের উদ্যোগে PULSE OXY METER দিয়ে পরিমাপ করে অক্সিজেন সিলিন্ডারের ব্যবহার, রিফিল, মাত্রা নির্ধারণ সহ বিবিধ বিষয়ে পুলিশ অফিসার ফোর্স ও স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানের সর্বমোট ৪০ জনকে এটেনডেন্ট হিসেবেবিভাগীয় পুলিশ হাসপাতাল।
রাজশাহী’র পরিচালক ডাঃ নজরুল ইসলাম এর তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ডিসি (লজিষ্টিক) জনাব সাইফুদ্দীন শাহীন ও বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব নিবারন চন্দ্র বর্মন, পিপিএম।
উল্লেখ্য যে, গত ১৫ জুন ২০২১ পুলিশ কমিশনার মহোদয় “পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক” গঠন ও উদ্বোধন করেন। এসময় তিনি আরএমপি’র উদ্যোগে বিনা খরচে অক্সিজেন সিলিন্ডারের ব্যবহার, সিলিন্ডারের স্পিড মাত্রা নির্ধারণ, রিফিল ইত্যাদি রপ্ত করার প্রশিক্ষণের ঘোষনা দিয়েছেন।
Leave a Reply