রাজশাহী ব্যুরো প্রতিবেদক : রাসিক নির্বাচনে মিছিলে বোমা হামলা কারি যুবদল নেতা ও তার সহযোদ্ধা সোহেল এর মিথ্যা চাঁদাবাজি মামলায় হয়রানির শিকার সাবেক ছাত্রলীগ নেতা ইমরান
গত রাসিক নির্বাচরে বিএনপির নির্বাচনি মিছিলে পরিকল্পিত ভাবে রাজশাহী সাগর পাড়া এলাকায় নিজেদের ইমেজ ভালো করতে বোমা হামলা চালায় যুবদল নেতা জাবেদ ও তাঁর সহযোদ্ধা সোহেল।
জামাত-বিএনপি'র কুখ্যাত সন্ত্রাসী জাবেদ যড়যন্ত্র মূলক ভাবে মিথ্যা চাঁদাবাজি ও হামলার আসামী করে সাবেক ছাত্রলীগ নেতাকে হয়রানি করছে বলে অভিযোগ উঠে
ছাত্রলীগ নেতা ইমরানক বলেন আপনারা কাজ করছেন।কোন কাগজের বলে।আপনাদের বৈধ কোন লাইসেন্স আছে। থাকলে দেখান এ কথায়
অস্বীকার করলে দন্ড বাধে।এ সময় আমি সাংবাদিক জাহিদ জাতীয় দৈনিক মাতৃ জগত ও ব্যুরো প্রধান সাংবাদিক নেতা মোঃমাসুদ আলী (পুলক) ডেকে তথ্য দেই তাতে খিপ্ত হয়ে সাংবাদিক সহ আমাকে চাঁদাবাজির মামলা দেয়।যা ভিত্তি হিন। এ ঘটনাকে কেন্দ্র করে চাঁদাবাজি ও হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা ইমরানের সহ আরো দুই সাংবাদিক কে ফাসিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে স্বার্থ হাসিলের চেষ্টা করছে তারা এস আই মকবুল। ো
ছাত্রলীগ নেতা ইমরানের অভিযোগ, দীর্ঘদিন যাবত ছাত্রলীগের রাজনিতির সাথে জড়িতো আমি। গত ৫ জানুয়ারি নির্বাচনের সেই সময় আমি জামাত-বিএনপি'র কুখ্যাত সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজপথ থেকে লড়াই করেছি। আর এখন আমাকে তারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমার বিরুদ্ধে কোন প্রমান ছাড়াই চাঁদাবাজির মামলা দায়ের। ওসি রাজপাড়া মাজহারুল ও মকবুল মোটা অংকের অর্থর বিনিময়ে এই চোর জাবেদ এর সরাসরি পক্ষ নিয়েছে যা অত্যান্ত দুঃখজনক।
ইমরান দাবি করে বলেন, আমার মান সন্মান এ আঘাত ও আমাকে মামলা দিয়ে দাবিয়ে রাখার জন্য এ মামলা যড়যন্ত্র মূলক। যুবদল নেতা কুখ্যাত সন্ত্রাসী বোমা জাবেদের ঘটনা সবাই জানে।
যুবদল নেতা জাবেদ কিছুদিন আগে বোমা মামলায় জেল হাজতে ছিলেন। তাদের বিরুদ্ধে রাজশাহী বোয়ালিয়া থানায় ডাকাতি মামলা ও হিন্দু পরিবারের মাটি দখল নেয়ার ছাড়াও ডজন খানেক মামলা আছে যা সি ডি এম সার্চ করলেই অভিযোগ এর সত্য তা মিলবে।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকারের সময় ছাত্রলীগ করে যুবদল নেতা ও তার সহযোদ্ধা সোহেল এর মিথ্যা মামলায় হয়রানি হওয়াটা বড় কষ্টের। রাজশাহীর বাসীর অভিভাবক আমার নেতা রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ভাই এর দৃষ্টি আকর্ষন করছি। আশাকরি বিষয়টি তিনি সুনির্দিষ্টভাবে তদন্ত করে যুবদল চোর ও বমারু জাবেদ এর মামলায় হয়রানির বিষয়টি দেখবেন বলে জানান তিনি। এবং অনতিলম্বে এই মিথ্যা মামলা প্রতাহার সহ ওসির বিরুদ্ধে শাস্তি দাবি করেন সাংবাদিক নেতারা