
মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
০৩ নভেম্বর, ২০২৫ আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ছয় নেতা। এদের মধ্যে এবারই প্রথমবার মনোনয়ন পেলেন দুজন। এরা হলেন রাজশাহী-১ আসনে মেজর (অব) শরীফ উদ্দীন। তিনি প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ছোট ভাই এবং জেলার গোদাগাড়ী উপজেলার বাসিন্দা অপরজন রাজশাহী-৪ আসনে ডিএমডি জিয়াউর রহমান। জিয়াউর রহমান রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। এছাড়া অন্য আসনে মনোনীতরা সবাই পুরাতন ও প্রবীন নেতা। এরা হলেন, রাজশাহী-২ আসনে মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনে এ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনে নজরুল ইসলাম এবং রাজশাহী-৬ আসনে আবু সাঈদ চাঁদ। এদিকে প্রার্থী ঘোষণার পর রাজশাহীর ছয়টি আসনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভিতরে বইছে উৎসবের আমেজ। নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর ভোটের আমেজ ফিরে পাচ্ছেন তারা। স্বৈরাচার শেখ হাসিনার আমলে তারা ভোট দিতে পারেনি কিন্তু এইবার উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিবেন বলে আশা করছেন।
 
                                                
Leave a Reply