রাজশাহীর দুটি পেট্রোল পাম্প পরিমাপে কম দেয়ায় জরিমানা করা হয়েছে। পাম্প দুটি হলো, রাজশাহী মহানগরীর কুমারপাড়ায় অবস্থিত মেসার্স গুলগোফুর পেট্রোলিয়াম ও জেলার পবা উপজেলার বাগসারার পবা ফিলিং স্টেশন।
রাষ্ট্রায়ত্ব মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই, রাজশাহী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর যৌথ উদ্যোগে সোমবার পাম্প দুটিতে অভিযান চালানো হয়।
এ সময় পরিমাপে কম তেল প্রদান করায় মেসার্স গুলগোফুর পেট্রোলিয়ামকে ৫০ হাজার টাকা ও পবা ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাম্প দুটির ত্রুটিযুক্ত ডিসপেন্সিং ইউনিটগুলোও তাৎক্ষণিক বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়।
আরও কয়েকটি পাম্পে পরিদর্শনকালে তেল সরবরাহে পরিমাপে সঠিক পাওয়া যায়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী এবং বিএসটিআই’র পরিদর্শক শাহ্ আলম পলাশ খাঁন এ অভিযান চালান।
Leave a Reply