১০/০৩/২০২১ তারিখ রাত অনুমান ১০.৩৫ ঘটিকার সময় মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় ইনচার্জ প্রেমতলীর নেতৃত্বে সঙ্গীয় এ,এস,আই/মোঃআশিকুর রহমান, এ,এস,আই/মোঃরাসেল রানা ও ফোর্স এর সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে গোদাগাড়ী থানাধীন উদপুর গ্রামস্হ নাইস ইটভাটার সামনে চাঁপাইনবাবগঞ্জ টু রাজশাহীগামী পাকারাস্তার উপর একটি পাথর বোঝাই ট্রাকের ভিতর থেকে ১৫০ বোতল ফেন্সিডিল সহ আসামি ১)মোঃ নাহিদ হোসেন (২২)পিতা-মোঃআতাউর রহমান সাং- ডুলি পড়া চকপাড়া থানা-শিবগঞ্জ জেলা -চাপাইনবাবগঞ্জ ২)মোঃরাজু মিয়া (ট্রাক চালক) (৩০)পিতা -মোঃশহিদুল ইসলাম ৩)মোঃইসমাইল হোসেন (ট্রাক হেলপার)(২৫)পিতা -রইচ উদ্দিন উভয় সাং -আইলপুনিয়া থানা-নন্দীগ্রাম জেলা -বগুড়াদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন।