ভূয়া সাংবাদিক কার্ড বানিজ্যে নেপথ্যে কার্ড দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এদের রুখবে কে,? জালিয়াত কারী মামুনুর রহমান (কাচু) ও ভূয়া সম্পাদক পরিচয়দাতা আব্দুল রাজ্জাক ( সুজন) বলেন, আমি দৈনিক আজকের দুনীতি সর্তক এর সস্পাদক ও প্রতিষ্ঠাতা, সাথে অপরিচিত ০৫ জন লোক সহ সাদা রংঙ্গের প্রাইভেট কার ব্যবহার কারী। যদি তাহাদের দাবি কৃত চাঁদা না দেই, তো সোস্যালমিডিয়া ও ফেসবুক সহ ইন্টারনেটে আমার বিভিন্ন প্রকার পোস্ট করবে তোর মানসন্মান নষ্ট করে দেবো তুই যেন রাজশাহী শহরে না থাকতে পারিস সে ব্যবস্তা আমরা করবো বলে হুমকি,দেয়, ও তোর পরিবার নিযে শান্তিতে থাকতে পাড়বিনা তোকে প্রানে মেরে ফেলবো বলে হুমকি প্রদান করে আসছে চাঁদা দাবী করে । দৈনিক সোনালী খবর সম্পাদক মহদয় কে বিষয়টি জানালে তিনি তাহার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তৎখানিক একটি জরুরী ঘোষনা দেয়, দৈনিক সোনালী খবর এর আইডি কার্ড জালিয়াতি বিভিন্ন অপরাধ মৃলক কর্মকান্ডের সাথে জরিত থাকার কারনে দৈনিক সোনালী খবর থেকে, রাজশাহীর আব্দুল রাজ্জাক সুজনকে অব্যাহতি দেয়া হয়েছে যাকে ভূয়া আইডি কার্ড দিয়েছে তাকে কার্ডটি সোনালী খবর এর অনুকুলে জমাদিয়ে আইনগত ব্যবস্তা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। “এদের রুখবে কে? প্রশ্ন জাতির বিবেকের কাছে? ” কতিপয় দেশদ্রোহী জালিয়াতি চক্র দারিদ্র্য অসহয় শতাধিক মানুষের কার্ড দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ভূয়া কার্ড হাতে ধরিয়ে দিয়ে৷ গ্রামের সহজ সরল সাধারন দারিদ্র্য মানুষ তাদের হাতে ধরিয়ে দেয় ভূয়া / নকল কার্ড যাহা যাচাই বাচাই করলে জানাযায় কার্ডটি সঠিক নয়। প্রতারক ও কার্ড জালিয়াতি প্রধান আব্দুল রাজ্জাক সুজন এর ফেসবুক আইডি সমাহার, (১) দৈনিক আজকের দুনীতি সর্তক, (২) দুনীতি সর্তক, (৩) Press Rajjake Mou, ( ৪) Sujon Khan, (৫) প্রতিবাদি আমরা, আরো নানা নামে নাজানা অনেক ফেসবুক আইডির অধীকারি, যা অনুসন্ধানে বেরিয়ে আসবে। সাংবাদিক পরিচয়দাতা, মামুনুর রহমান কাচু,ও আব্দুল রাজ্জাক সুজনের প্রধান ও শীর্ষ সন্রাসী কার্যকারী সদস্য কে দিয়ে বিভিন্ন সরকারি অফিস, ও বেসরকারি প্রতিষ্টান মালিকানাধীন ব্যক্তি বর্গের কাছ থেকে মাসিক চাঁদা আদায় করে আসছে। আব্দুল রাজ্জাক সুজন ও মামুনুর রশিদ কাচু, নামে ডজন খানেক মামলা আছে আদালতে,তা থাকা সর্তেও দাপিয়ে বেড়াছেন রাজশাহী জুড়ে, সিডিএমএস ( CDMS) সার্চ করলে বেড়িয়ে আসবে এদের আসল মুখোশ। ( ” রাজশাহীতে ব্যবসায়ীকে নারী দিয়ে ব্ল্যাকমেল করে চাঁদাবাজি মামলায় কথিত সাংবাদিক সুজন আটক বিগত ২৭ মার্চ ২০২১ ইং) সোনালী খবর পত্রিকার পরিচয়দানকারী মো: আব্দুর রাজ্জাক (সুজন) রাজশাহীতে নারী দিয়ে ব্যবসায়ীর সাথে ছবি ও ভিডিও ধারন করে ফাঁসানোর ভয় দেখিয়ে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি ও নগদ এগারো হাজার টাকা চাঁদা নেওয়ার মামলায় মোঃ আব্দুর রাজ্জাক সুজন নামে এক কথিত সাংবাদিকে আটক করেছে পুলিশ। গত ২৫ মার্চ ২০২০ বুধবার রাতে তাকে আটক করে বোয়ালিয়া থানার এসআই মোঃ মোস্তফা ও সঙ্গীয় ফোর্স। আটককৃত মোঃ আব্দুর রাজ্জাক সুজন বোয়ালিয়া থানাধীন সপুরা মিয়াপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে। মামলার এজাহার এর বরাত দিয়ে এসআই মোঃ মোস্তফা জানান যে, গত ১৯ মার্চ ২০২০ তারিখে উপশহর এলাকার মৃত গজনফর আলীর ছেলে মোঃ মোকাদ্দাস আলী পলাশ নামের এক ব্যবসায়ী ওইদিনই বিকাল ৩ টার দিকে মিয়াপাড়া এলাকার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় এক যুবক তার ভাই বাসায় অসুস্থ হয়ে বাসায় পড়ে আছে বলে ব্যবসায়ী মোকাদ্দাস আলীর কাছে সহযোগীতা চায়। সরল ব্যবসায়ী মোকাদ্দাস আলী সহযোগীতার জন্য সপুরা মিয়াপাড়া হোল্ডিং নং- ৭৬ বাড়ীতে প্রবেশ করলে ৬ জন যুবক ঘরের দরজা বন্ধ করে পাশে অপরিচিত একজন মেয়েকে দাঁড় করিয়ে ছবি তোলে এবং ভিডিও করে। এই সময় তারা ওই ব্যবসায়ীকে লাঠি দিয়ে পেটায় এবং বলে ৫০ হাজার টাকা না দিয়ে ভিডিও ও ছবি ইন্টারনেটে ভাইরাল করে দিব। জীবন ও মান সম্মান রক্ষার্থে ব্যবসায়ী তার পকেটে থাকা নগদ ১১ হাজার টাকা দিয়ে কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিন রাতে সোয়া ১১ টার দিকে ৬ জনকে আসামী করে বোয়ালিয়া থানায় ব্ল্যাকমেল ও চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলা নং- ৭০। আসামীরা হলো- চন্দ্রিমা থানাধীন বড়বন গ্রাম এলাকার মৃত নবাব আলীর ছেলে আসিফ আহম্মেদ জেমস (৩৩), বোয়ালিয়া থানাধীন সপুরা মিয়াপাড়া এলাকার আব্দুর রউফ এর মেয়ে রুমি বেগম (৩২), শামসুল হকের মেয়ে নাসরিন জাহান সানজিদা (২০), সপুরা সুকানদিঘী এলাকার দুলাল (৩৭), মিতু (২০) এবং ছবি ও ভিডিও ধারনকারী কথিত সাংবাদিক সপুর মিয়াপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে আব্দুর রাজ্জাক সুজন। এ ঘটনায় ১৯ মার্চ রাতেই সপুরা এলাকায় অভিযান চালিয়ে দুই নারীসহ তিনজনকে আটক করেন এসআই করিম ও সঙ্গীয় ফোর্স। গতকাল কথিত সাংবাদিক সুজনকে একই মামলায় আটক করা হয়। অপর দুই আসামী পলাতক রয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তফা। ( ” কথিত সাংবাদিক রাজ্জাক সিন্ডিকেটে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ বিগত দিনের ইতিহাসঃ ৫ জুলাই, ২০১৯ ইং “) সোনালী খবর পত্রিকার পরিচয়দানকারী মো: আব্দুর রাজ্জাক (সুজন) বৃহত্তর রাজশাহী জুড়ে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য বেড়ে গেছে। এদের অপতৎপরতায় অসহায় হয়ে পড়েছেন প্রকৃত সংবাদ কর্মীরা। এতে বিভ্রান্ত হচ্ছেন স্থানীয় প্রশাসন এবং প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। রাজশাহী নগরীর উপকন্ঠ বায়া ভুগরোইল এলাকায় নিউ রিলেশন কন্সট্রাকশনের স্বত্বাধিকারি ঠিকাদার এএফ আজাদুল ইসলামের কাছে প্রতারণার মাধ্যমে চাঁদা নিতে গিয়ে ঠিকাদারদের উত্তম মাধ্যম খেয়ে পালিয়ে গেছে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সোনালী খবর পত্রিকায় কর্মরত পরিচয়দানকারী মো: আব্দুর রাজ্জাক (সুজন) নিউ রিলেশন কন্সট্রাকশনের স্বত্বাধিকারি ঠিকাদার এএফ আজাদুল ইসলামের কাছে চাঁদা দাবী,প্রতারনা ও হয়রানীর চেষ্টায় কথ
Leave a Reply