সকালে নগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার এলাকায় দেখা যায়, অসহনীয় যানজট। শহরের গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট এখন নিত্য দিনের দৃশ্য। বুধবার (১১ আগস্ট) থেকে বিধি-নিষেধ শিথিল করেছে সরকার। শিথিলের প্রথম দিনেই রাজশাহী নগরীতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এই দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় বাড়ছে যানবাহন ও মানুষের যাতায়াত।
বুধবার (১১ ই আগস্ট) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত নগরীর শিরোইল টার্মিনাল, স্টেশন, কামারুজ্জামান চত্বর, সাহেব বাজার, লক্ষিপুর, ভদ্রা, তালাইমারি এলাকায় যানজট দেখা যায়। প্রায় আধা কিলোমিটারের এ পথ পাড়ি দিতে রিকশা-অটোরিকশায় সময় লাগছে কমপক্ষে ২০ থেকে ৩০ মিনিট।
দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর মো. কৌরাইশি কমল বলেন, ১৯ দিন পর লকডাউন শিথিল হওয়ায় নগরীতে সব ধরনের যানবাহন বের হতে শুরু করেছে। তাই রাস্তায় জ্যাম শুরু হয়েছে। সকাল ৭টার দিকে রাস্তায় যানবাহন কম ছিল। সকাল ৯টার পর থেকেই যানবাহন বাড়তে শুরু করে।
ট্রাফিক সার্জেন্ট মনিরুজ্জামান বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় বাড়ছে যানবাহনের সংখ্যা। ১৯ দিন পর লকডাউন খুলে দেওয়ার কারণেই সৃষ্টি হচ্ছে যানজট। লকডাউনের দিনগুলোতে রাস্তায় যানবাহনের চাপ খুবই কম ছিল। কিন্তু আজকে যানবাহনের চাপ অনেক বেশি।
সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে।
ক্রাইম
Leave a Reply