রাজশাহী মহানগরীর ইস্ট ওয়েস্ট স্কুল অ্যান্ড কলেজের চুরির ঘটনায় ৪ জনকে আটক করেছে রাজপাড়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া আংশিক মালামাল উদ্ধার হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বসুয়া উত্তরপাড়ার মৃত শরিফ মন্ডলের ছেলে মোঃ আনারুল (৩৪), বহরমপুর ব্যাংক কলোনীর মৃত আঃ সামাদের ছেলে মোঃ সানোয়ার হোসেন কালু (৪০), মৃত সোলাইমানের ছেলে মোঃ শাহীন শেখ টিটু (৪৪) ও মোঃ জামিরুল শেখ লিটন (৪৬)।
ঘটনা সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের কারনে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর সিটি বাইপাস ইস্ট ওয়েস্ট স্কুল অ্যান্ড কলেজটি বন্ধ থাকায় কলেজের অধ্যক্ষ মোঃ আকতার হোসেন একাই নিয়মিত অফিসের কাজকর্ম করতেন। গত ১৯ জুলাই ২০২১ রাত্রী ১১ টায় তিনি অফিস বন্ধ করে বাসায় যান। পরদিন সকাল ৭ টায় অফিসে এসে দেখতে পান প্রতিষ্ঠানের নিচ তলার জানালার গ্রিল কাটা। ভিতরে প্রবেশ করে দেখেন প্রতিষ্ঠানের প্রজেক্টর, কম্পিউটার সরঞ্জামাদি ও নগদ ২০,০০০ টাকা সহ ২,৯৫,০০০ টাকার মালামাল চুরি হয়েছে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
মামলা রুজু পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আনোয়ার হোসেন ও তার টিম চোর সনাক্ত করাসহ চুরি যাওয়া মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত রাখে।
সর্বশেষ গত ২৯ জুলাই ২০২১ সন্ধ্যা সাড়ে ৬ টায় অফিসার ইনচার্জ রাজপাড়া থানা মোঃ মাজহারুল ইসলামের দিক নির্দেশনায় এসআই মোঃ আনোয়ার হোসেন, এএসআই মোঃ বেলাল শেখ ও তার টিম অভিযান পরিচালনা করে বহরমপুর মোড় হতে আসামী মোঃ আনারুল ও মোঃ সানোয়ার হোসেনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি স্ক্যানার মেশিন ও ফ্যান উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করে।
উক্ত আসামীদ্বয়ের তথ্যের ভিত্তিতে গতকাল ৩০ জুলাই রাত্রী সাড়ে ১১ টায় রাজপাড়া থানা পুলিশের ঐ টিম অভিযান পরিচালনা করে বহরমপুর এলাকা হতে আসামী মোঃ শাহীন শেখ টিটু ও মোঃ জামিরুল শেখ লিটনকে গ্রেফতার করে।
এসময় আসামীদের কাছ থেকে ১ টি রাউটার, ৪ টি মনিটর, ৪ টি কম্পিউটার উদ্ধার হয়। অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply