শিরোনাম :
আমতলীতে ছাগলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ: তিনজন আহত, একজন বরিশাল মেডিকেলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার কুমিল্লায় বসতঘরের সামনে টিনের ভেড়া দিয়ে পথ বন্ধ ভোগান্তিতে জামাল হোসেন পাটোয়ারীর পরিবার চুয়াডাঙ্গা-২ আসনে মনোনয়ন প্রাপ্ত মাহমুদ হাসান খান বাবুকে গড়াইটুপি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইদহে মানবিক আরএমও’র বদলিতে শৈলকূপা বাসি উদ্বেগ — এলাকাবাসীর দাবি, “অবিলম্বে অর্ডার বাতিল করা হোক” ‎চুয়াডাঙ্গায় বিএনপি নেতার প্রবাসীর স্ত্রীসহ বসবাসে গুঞ্জন ও চাঞ্চল্যের সৃষ্টি বগুড়া সদর-৬ আসনে তারেক রহমানের বিজয় নিশ্চিতের লক্ষ্যে তরুণদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিএনপির দলীয় মনোনয়ন পেয়েই গণসংযোগে ব্যস্ত সময় পার করছে রংপুরের প্রার্থীরা নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনীত প্রার্থী ইকবাল হোসাইন ভূঁইয়া ও আজহারুল ইসলাম মান্নান,কার হাতে সন্ত্রাসমুক্ত,নিরাপদ জনপদ গড়া সম্ভব? যশোরের রুপদিয়া এলাকায় নাঈম নামে একজনকে ফার্মেসীতে ডেকে নিয়ে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা

রাজশাহী মহানগর আ.লীগ নেতা ডাবলু সরকার করোনায় আক্রান্ত

মোঃ মোজাম্মেল হোসেন বাবু স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মে, ২০২১
  • ২৭০ বার পঠিত

২৩ মে ২০২১ইং

বাংলাদেশে এই ভাইরাসের প্রকোপ দেখা দিলে শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক জননেতা মোঃ ডাবলু সরকার দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই যুদ্ধে নিজেকে নিয়োজিত রেখেছেন। পুরো বিশ্বে যখন করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করলো এবং বাংলাদেশে এই ভাইরাস সনাক্ত হওয়ার পূর্বে জনাব ডাবলু সরকার শহরের গুরুত্বপূর্ণ জনবহুল এলাকাগুলোতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন; সচেতনতামূলক বাণী পৌঁছে দেন মানুষের দোড়গোড়ায়।

লকডাউনে শ্রমজীবী মানুষ গুলো গৃহবন্দি হয়ে পড়লে তাদের উপার্জন বন্ধ হয়ে যায়, ফলশ্রুতিতে তারা পরিবার নিয়ে বিপাকে পড়ে। ঠিক সেই সময় নিম্নআয়ের মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন তিনি। অসহায়দের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন নিজ সাধ্যমত। লকডাউন এর শুরু থেকে আজ অবধি কোন না কোন শ্রমজীবীর দরজায় ছুটে যাচ্ছেন তিনি। জনাব ডাবলু সরকার ছোট্ট সোনামণিদের কথা চিন্তা করে তাদের জন্য ল্যাকটোজেন দুধ বাচ্চাদের মায়ের হাতে তুলে দেন। এই অনন্য কাজটির কারণে তিনি অনেক প্রশংসা কুড়িয়েছেন। তিনি বিভিন্ন শ্রেণী-পেশার (নিম্ন আয়ের) মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন৷ তিনি তৃতীয় লিঙ্গের কর্মহীন মানুষের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর তিনি স্ব-শরীরে উপস্থিত থেকে নিজহাতে বিভিন্ন অটোরিক্সা, ব্যাটারিচালিত রিক্সাসহ অন্যান্য যানবাহনে জীবাণুনাশক স্প্রে করেন। পাশাপাশি তিনি নিম্নআয়ের মানুষদের সুরক্ষিত করার লক্ষ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে যাচ্ছেন। তিনি গত দুই রমযান মাসব্যাপী জীবনের ঝুঁকি নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার বিতরণ করেন এবং সেহেরির জন্য খাবার বিতরণ করতেও দেখা যায়। আমরা প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজশাহীর স্থানীয় গণমাধ্যম গুলোর মাধ্যমে দেখতে পাচ্ছি, তিনি প্রতিনিয়ত মৃত্যুবরণকারী মুসলমান ভাইদের জানাযার নামাযে অংশগ্রহণ করছেন আবার হিন্দুধর্মাবলম্বী ভাইদের শেষকৃত্য অনুষ্ঠানেও তাকে দেখতে পাওয়া যাচ্ছে এই করোনাকালীন সময়ে। সবাই যখন করোনার ভয়াবহতায় নিরুপায় হয়ে বাসায় অবস্থান করছে ঠিক সেই সময় তিনি জীবনের ঝুঁকি নিয়ে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে উপস্থিত থাকছেন সব জায়গায়। আমরা সকলে জানি বর্তমান সময়ে অন্যতম ঝুঁকিপূর্ণ জায়গা মেডিকেল হাসপাতাল। মেডিকেল হাসপাতাল গুলোতে নিজ দলের কোন কর্মী তথা পরিচিতজন অসুস্থ থাকলে স্ব-শরীরে মেডিকেলে উপস্থিত হয়ে সহমর্মিতা জানাচ্ছেন যা অতুলনীয় মানবিক দৃষ্টান্ত।

এই করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে তিনি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছেন । বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে উপস্থিত থেকে নিজ দলের নেতাকর্মীদের সাথে নিয়ে বৃক্ষ রোপন করেছেন। রাজশাহীতে করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে তিনি সাধ্যমত করোনায় আক্রান্ত ব্যক্তিদের খোঁজখবর রাখছেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে স্ব-শরীরে উপস্থিত থেকে করোনায় আক্রান্ত ব্যক্তিদের বাসায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী নিজ উদ্যোগে পৌঁছে দিচ্ছেন যেন আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবার সঙ্গরোধে থাকতে পারে। এর পাশাপাশি তিনি ঘোষণা দিয়েছেন যে, করোনায় আক্রান্ত ব্যক্তি তথা তাদের পরিবার তার সাথে অথবা স্ব স্ব ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ করলে তিনি খাদ্যসামগ্রী পৌঁছে দেবেন। করোনাকালীন এই সময়ে তিনি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে করতে আজ নিজেই করোনা পজিটিভ হলেন। রাজশাহীবাসীর প্রাণের নেতা যাকে বিপদে-আপদে তাৎক্ষণিক পাশে পাওয়া যায় সেই প্রিয় মানুষ প্রিয় নেতা মোঃ ডাবলু সরকার যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন মহান ঈশ্বরের নিকট এই প্রার্থনা করি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com