০২ মে ২০২১ইং
কোভিড-১৯ করোনা সংক্রমণ প্রতিরোধে রাজশাহী মহানগরীর সকল দোকানপাট ও শপিংমলে স্বাস্থ্য সুরক্ষা মেনে ক্রয়-বিক্রয় নিশ্চিত করার লক্ষে আজ ০২ মে ২০২১ দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয় রাজশাহী মহানগরীর বিভিন্ন বিপনী বিতানসমূহ পরিদর্শন করেন। এসময় পুলিশ কমিশনার মহোদয় দোকান মলিক ও ক্রেতা সাধারণকে কেটাকাটার ক্ষেত্রে অবশ্যই মাস্ক পরিধান এবং অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার জন্য আহবান জানান এবং মাস্ক ছাড়া ক্রেতা-বিক্রেতাদের মাঝে তিনি মাস্ক বিতরণ করেন।