ঝালকাঠি জেলা কারাগারে রাজাপুরের ফয়জুল ইসলাম কুট্টি মৃধা হত্যা মামলার আসামি ইমরান হোসেন একরাম (২৯) ,পিতা- আবুল বাশার হাওলাদার, গ্রাম- রোলা, বর্তমান- মনোহরপুর, রাজাপুর থানা, অসুস্থ হয়ে রবিবার (৮ নভেম্বর) সকালে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গত ০৫/১০/২০১৭ তারিখ থেকে ঝালকাঠি কারাগারে জেলা জজ আদালতে বিচারাধীন হত্যা মামলায় আটক ছিলেন।
উল্লেখ্য রাজাপুর স্বাস্থ্য কেন্দ্র এলাকায় মাদকসেবনে বাঁধা এবং স্কুল পড়ুয়া মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করেন বারবাকপুর মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারী ফয়জুল ইসলাম ওরফে কুট্টি মৃধা (৪৮)। এই ঘটনার জের ধরে কুট্টি মৃধাকে গত ২৭ সেপ্টেম্বর ২০১৭ রাজাপুর মহিলা কলেজ এলাকায় বেলা ১১টার দিকে সেলুনে চুল কাটার সময় কুট্টিকে ক্রিকেটের ব্যাট দিয়ে পিটিয়ে আহত করেছিলেন অভিযুক্ত। আহতেকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। এ হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ইমরান হোসেন একরামকে খুলনার পাইকগাছার জেরবুনিয়া গ্রাম থেকে বুধবার সকালে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। নিহত কুট্টি মৃধা রাজাপুর স্বাস্থ্য কেন্দ্র এলাকার বাসিন্দা মনোহরপুর গ্রামের মুক্তিযোদ্ধা প্রয়াত আফতু মৃধার ছেলে।
Leave a Reply