ঝালকাঠির রাজাপুরের মেডিকেল মোড় এলাকার মুক্তিযুদ্ধকালিন মুক্তিযোদ্ধা কমান্ডার মহাসিন মিধ্যার বসতঘরে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগে থানায় মামলা দায়ের করতে গিয়েও পুলিশের কোনো সহযোগিতা পায়নি বলে জানিয়েছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা কমনান্ডার। মহাসিন, এর পুত্র ইমাম হোসেন, ও তার পরিবার গত শুক্রবার ৪ই মার্চ বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন,
পূর্ব শত্রুতার জের ধরে গত শুক্রবার (৪ মার্চ) রাতে উপজেলা সদরের মেডিকেল মোড় ব্রীজের পশ্চিম পাশে বীর মুক্তিযোদ্ধা মরহুম মহাসিন মৃধার, বসত ঘরে প্রতিপক্ষ, মন্টু মৃধা,পিতাঃমোজাম্মেল হক হুমায়ুন ওরফে মাক্কু খান,পিতাঃ এসকেন্দার আলী খান, কনা বেগম,লিনা বেগ,সন্না বেগম, পিতাঃ কেরামত আলী আজাত,লালন পিতার দেলোয়ার হোসেন, সজল পিতাঃফারুক মৃধা, সহ অজ্ঞাত সন্ত্রাসীরা।
প্রবেশ করে ঘরে থাকা সকল মালামাল প্রথমে লুটপাটসহ ভাংচুর চালিয়ে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল হাতিয়ে নেয়,যার মূল্য আনুমানিক ৩,লক্ষ ৪০,হাজার টাকা ও বীর মুক্তিযোদ্ধা মহাসিন মৃধার স্ত্রী ও বাড়ির কেয়ারটেকার কে মেরে রক্তাক্ত জখম করে বাড়ি থেকে নামিয়ে দেয়। শেষে মুক্তিযোদ্ধা মহাসিন মৃধা
ঘরে জোরপূর্বক অবস্থান করেন।
৫ই মার্চ শুক্রবার দিন শেষে রাত আনুমানিক ৭:৩০মিঃ এর সময় পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়। এ সময় ঘরে থাকা সকল মালামাল সহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়, স্থানীয়রা ফায়ার সার্ভিস খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই ঘরসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ৫,লাখ ৪০,হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা মহসিন মৃধা র,পরিবার থেকে জানা যায়।
ক্ষতিগ্রস্থদের অভিযোগ, প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে বাড়িটি দখলে নেয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে বসতঘরে আগুন দিয়ে বাড়ি দখলের চেষ্টা চালিয়েছে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা উল্টো।
ভুক্তভোগী মুক্তিযোদ্ধা মহাসিন মৃধা পরিবারের সকল সদস্যদের কে থাকায় মিথ্যে মামলা দিয়ে হয়রানি করছে বলে জানা জায়,
থানায় অভিযোগ দিয়েও কোন পুলিশি সহায়তা পায়নি উল্টো আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছে গোটা পরিবার।প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। বীর মুক্তিযোদ্ধা মহাসিন মৃধার পরিবারের সদস্যরা জানিয়েছেন গতকাল ৬, মার্চ সন্ত্রাসীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার কারোনে আমাদের উপর ক্ষিপ্ত হয়ে পুলিশ মিথ্যে মামলা নিয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবার।
স্থানীয়রা জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বীর মুক্তিযোদ্ধা মহাসিন মৃধার পরিবারকে,উল্টো হয়রানি করার লক্ষ্যে পুলিশ মামলা নিয়েছে
এলাকাবাসীর দাবি সত্য ঘটনাকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।