লেমন সরকার, স্টাফ রিপোর্টার:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন একযোগে পৌরশহরে বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিগ্রি কলেজে মাঠে সমবেত হয়।পরে ওই মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মে দিবসের ইতিহাস ও শ্রমিকদের বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান, সেক্রেটারী মাওলানা রজব আলী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সাবেক সভাপতি মোবারক আলী ও গণ-অধিকার পরিষদ নেতা মামুনুর রশিদ মামুনসহ ২২ টি শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এ সময় শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ে বর্তমান সরকার প্রধানের দৃষ্টি কামনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক নেতা হযরত আলী।