লেমন সরকার, স্টাফ রিপোর্টার ::
জনসাধারণের স্বাভাবিক চলাফেরা ও যানবাহনের নিরাপদ চলাচল বজায় রাখতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ চৌরাস্তা থেকে ধর্মগড় চেকপোস্ট বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তা ১২ ফিট থেকে ২৪ ফিট প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০ টায় নেকমরদ চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। শুভ শক্তি সোসাইটির ব্যানারে এ মানববন্ধনে কয়েক শত শিক্ষার্থী সহ অভিভাবক ও এলাকাবাসী অংশ গ্রহণ করেন।
এ সময় দাবির সমর্থনে বক্তব্য রাখেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মেহেদী হাসান শুভ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন-নুর আলিফ,নেকমরদ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক মানিক, নেকমরদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান, নেকমরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তালুকদার শাহজালাল জুয়েলসহ আরো অনেকে।
বক্তারা বলেন, এই সড়কটি ১৯৮৮ সালে পাকা করণ করা হলেও এরপর আর রাস্তাটি প্রসস্ত করণ করা হয়নি। এই সড়ক দিয়ে একটি গাড়ি চললে আর একটি গাড়ি যাওয়ার জায়গা থাকে না। এ কারণেই মৃত্যুর মতো দুর্ঘটনাও ঘটে আসছে,প্রায় সময় মৃত্যুর ঝুঁকি নিয়েও এ রাস্তা দিয়ে সব সময় চলাফেরা করতে হয়, সন্তানদের স্কুলেও পাঠাতে হয়। এই সড়কটি দিয়ে তিনটি উপজেলার কয়েক লাখ মানুষের চলাচল হয়ে থাকে নিয়মিত ভাবে। তাই আমরা সরকারের কাছে করজোড়ে আবেদন করছি আমাদের মৃত্যুর ঝুকি থেকে বাঁচাতে রাস্তাটি ২৪ ফিটে যেন প্রশস্তকরণ করা হয়।
Leave a Reply