ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পারিবারিক কথা কাটাকাটি হলে স্বামী স্ত্রীরসহ ৭ মাসের কন্যা সন্তানের মুখে বিষ ঢেলে দিলেন বাবা মা। এতে মৃত্যু হয়েছে কন্যা সন্তানের। মৃত কন্যা সন্তান পদমপুর উমরাডাঙ্গী গ্রামের ইয়াসিন আলীর ও স্ত্রী সুমি আক্তার “র মেয়ে ইসরাত জাহান (৭) মাস বয়সের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত (১৬ এপ্রিল) শুক্রবার দিবাগত রাতে আনুমানিক ১০ টা ৩০ মিনিটে স্বামী স্ত্রীর দুজনের মাঝে কথা কাটাকাটি হলে একই সঙ্গে বিষ পান করে ফেলেন সেই সাথে ৭ মাসের কন্যা সন্তানের মুখে বিষ ঢেলে দেন বাবা মা বিছানায় ছটফট করতে থাকলে পরিবারের লোকজন ছুটাছুটি করে আসে ঘরের দরজা বন্ধ থাকলে অন্য দরজা ভেঙ্গে তাদেরকে দ্রুত রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। রোগীর খারাপ অবস্থা দেখতে পেয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালে রেফার্ড করা হয়। এ অবস্থায় কন্যা শিশুটি ঠাকুরগাঁওয়ে মৃত্যুবরণ করেন। পরবর্তী স্বামী-স্ত্রীর শারীরিক অবস্থা খারাপ দেখতে পেয়ে দিনাজপুর এম এ আঃ রহিম মেডিকেলে রেফার্ড করা হয়। বর্তমান স্বামী স্ত্রীর এম আঃ রহিম মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পরদিন (১৭ এপ্রিল) সকাল ৮ টায় খবর পেয়ে ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার কামাল হোসেন”র নেতৃত্বে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবিষয়ে রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মৃত কন্যা সন্তানকে পোসমাডাম করার জন্য মর্গে পাঠানো হয়েছে। এবং কন্যা সন্তান মারা যাওয়ার কারণে রাণীশংকৈল থানা অপমৃত্যু হিসেবে একটি মামলা রুজু করা হয়েছে। পরবর্তী রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply