ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল
পৌর শহর জুড়ে পুলিশের উদ্যোগে করোনা প্রতিরোধে মাক্স বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। আজ রবিবার ( ২১ মার্চ ) সকাল সাড়ে ১১ টায় রাণীশংকৈল থানা পুলিশের উদ্যোগে সচেতনতা মূলক প্রচারণা ও ৩৫০ শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন রাণীশংকৈল থানার
অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল।
রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবালের নেতৃত্বে থানা পরিদর্শক(তদন্ত) আব্দুল লতিফ শেখ, এস আই, মোঃ আহসান হাবিব, আনিসুর রহমান, মমিনুল, এ এস আই শাহদত জামান, মিজানুর রহমান সহ থানা পুলিশের সকল সদস্য এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
থানা পুলিশ পৌর শহরের বিভিন্ন অলিগলি বাজার ঘাটে সচেতনতা মুলক প্রচারণা ও বিনামূল্য মাস্ক বিতরণ করেছেন। এসময় পুলিশের পক্ষ থেকে মাস্ক পড়ার প্রয়োজনীয়তা বিশ্লেষণ সহকারে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধনীতে মানুষকে মাস্ক প্রদান করা হচ্ছে । পর্যায়ক্রমে সারা উপজেলায় ১০ হাজার মাস্ক বিতরণ করা হবে।