প্রথম দিনে কঠোর লকডাউনে কঠোর ব্যবস্থা নিতে দেখা মেলেছে রামগতি উপজেলা প্রশাসনকে । ৭দিন ব্যাপী কঠোর লকডাউনের বৃহস্পতিবার ছিল প্রথম দিন। এজন্য সকাল থেকে আইনশৃংখলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মত। তবে রাস্তায় ছিলনা কোন যন্ত্রচালিত যানবাহন।গত বুধবার রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে লকডাউনের বিষয়ে মাইকিং করানো হয়।
সকালে উপজেলার বিভিন্ন বাজার গুলোতে ইউনিয়ন পরিষদে চৌকিদার দিয়ে নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া বাকি সকল দোকান বন্ধ করে দেওয়া হয়।
এরপর উপজেলা প্রশাসন থেকে ভ্রাম্যমান আদালত একটি টিম উপজেলার প্রধান সড়ক সহ উপজেলার সকল বাজারে অবস্থান নেয়। এসময় কোন যৌক্তিক কারণ ছাড়া রাস্তায় বের না হওয়ার সাধারণ মানুষের সচেতন করেন।এছাড়া চায়ের দোকান খোলা রেখে মানুষকে বসার ব্যবস্থা করে দেওয়ায় সে সব দোকান বন্ধ করে দেন।
Leave a Reply