সরকারের পক্ষ থেকে বিনামূল্যে দেশব্যাপী গণ কোভিড১৯ ভ্যাকসিন দেওয়া হবে।
কোথায়, কখন, কিভাবে করবেন।আগামী ৭ আগস্ট থেকে ১২আগস্ট পর্যন্ত সকল ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন কেন্দ্রে ওয়ার্ড ভিত্তিক সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
টিকা গ্রহণের স্থান ও তারিখ:
১। চর বাদাম ১নং ওয়ার্ড ৮/৯/১১তারিখে, স্থান-চর সীতা দারুন সূন্নাহ কাজী মাদ্রাসা
২। চর পোড়াগাছা ১ নং ওয়ার্ড ৭/৯/১১তারিখে,স্থান হারুন মোল্লার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয
৩।আলেকজান্ডার ১নং ওয়ার্ড ৮/৯/১১তারিখ, স্থান ইউনিয়ন পরিষদ।
৪।চর আব্দুল্ল্যাহ ১নং ওয়ার্ড ৮/৯/১১ তারিখ,স্থান জনতা বাজার একাডেমী
৫।চর আলগী ১নং ওয়ার্ড ৮/৯/১১তারিখ স্থান জনতা মডেল একাডেমী।
৬।চর রমিজ ১নং ওয়ার্ড ৭/৯/১১তারিখ, মধ্য চর মেহার সরকারী প্রাথমিক বিদ্যালয়।
৭।বড়খেরী ১নং ওয়ার্ড৭/৮/৯ তারিখ।রামগতি সরকারী প্রাথমিক বিদ্যালয়।
৮।চর গাজী ১নং ওয়ার্ড ৭/৮/৯আগস্ট তারিখ,মধ্য চর আফজল সরকারী প্রাথমিক বিদ্যালয়।
উক্ত টিকা ১৮বছর উপরে যে কোন বয়সী ব্যাক্তি টিকা কেন্দ্রে এসে টিকা গ্রহণ করতে পারবেন। সর্বপ্রথম বৃদ্ধাদের অগ্রাধিকার দেওয়া হবে।
Leave a Reply