খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপা উপজেলার রামনাবাদ নদীতে গতকাল ৬ আগস্ট রাতে এক বিশেষ অভিযান পরিচালনা করে নৌ ও গলাচিপা থানা পুলিশ এবং মৎস্য বিভাগ। অভিযানে একটি অবৈধভাবে পরিচালিত মাছ ধরার ট্রলার আটক করা হয়, যা থেকে উদ্ধার করা হয় ১২০ ক্যারেট সামুদ্রিক মাছ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রলারটি নিষিদ্ধ টুলডোর উইন্স (Trawled Door Winch) প্রযুক্তি ব্যবহার করে গভীর সাগর থেকে মাছ শিকার করছিল। এই প্রযুক্তির মাধ্যমে সমুদ্রের তলদেশ ঘেঁষে জাল টেনে মাছ ধরা হয়, যা পরিবেশের ভারসাম্য ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। বাংলাদেশ সরকার এই ধরনের প্রযুক্তির ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে।
জব্দকৃত মাছগুলোর প্রকাশ্য নিলাম আজ ৭ আগস্ট বিকেলে অনুষ্ঠিত হয়। স্থানীয় মাছ ব্যবসায়ী মহিউদ্দিন সর্বোচ্চ দরদাতা হিসেবে ৩ লক্ষ টাকায় মাছগুলো ক্রয় করেন। এ সময় তিনি সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী ভ্যাট ও ট্যাক্স বাবদ আরও ৬০ হাজার টাকা প্রদান করেন।
নিলাম ও জব্দ প্রক্রিয়া তদারকি করেন গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুন নবি, গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান এবং দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাঁরা জানান, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। যারা অবৈধ প্রযুক্তি ব্যবহার করে মাছ আহরণে লিপ্ত, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন জনগণ প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এ ধরনের অভিযান সমুদ্র ও নদীসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে অবৈধ মৎস্য আহরণে entangled জেলেদের মধ্যে সচেতনতা তৈরি করবে।