লক্ষ্মীপুর, রামগতি উপজেলার, ৭নং চর রমিজ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মাদ্রাসা হতে সাহা পাড়া মন্দির যাওয়ার পথটির নাম বকশী রোড়। যার এক কিলোমিটারের কম কাঁচা রাস্তার বেহাল অবস্থা।
দীর্ঘ কয়েক বছরে নেই কোন উন্নয়নের কাজ।
সরজমিনে গিয়ে দেখা যায় গত বছর জোয়ারের পানিতে অর্ধেকেরও বেশি অংশ প্রায় জোয়ারের পানিতে ডুবে যায়, কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি কোন সংস্কার /নির্মাণ কাজ করা হয়নি। এ অবস্থায় ঝুঁকি নিয়ে কাঁচা সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী সহ পারাপার হচ্ছে শত শত অসুস্থ, অসহায় মানুষ।
এলাকাবাসী জানান রাস্তাটি একদিকে কাঁচা বৃষ্টির সৃজনী পানিতে তলিয়ে হাটু পর্যন্ত কাঁদা হয়ে যায় এরমধ্যে মাঝ পথে অনেক বড় বড় গর্ত পড়ে রয়েছে। আমাদের চারপাশের রাস্তা পাঁকা থাকা সত্ত্বেও আমাদের মাঝপথে এক কিলোর কম রাস্তা কাঁচা থাকার কারণে প্রতিবছর বর্ষা মৌসুমে আমাদের চরম ভোগান্তি পোহাতে হয়।প্রতিদিন মেইন রোড়ে আসা-যাওয়ার একমাত্র রাস্তা ছেলে মেয়েদের স্কুল কলেজ মাদ্রাসায় হাটু পর্যন্ত কাঁদা পানির ভিতর দিয়ে যেতে হয়। সারাদিন স্কুলে ভেজা কাপড়ে থাকতে হয়। আমাদের এতো দুর্ভোগ থাকলেও এই রাস্তাটুকু দেখার মত কেউ নেই।
জনগনের দাবী উক্ত ওয়ার্ডে আগে ২জন জনপ্রতিনিধি থাকার শর্ত তাদের কোন উন্নয়ন মূলক কাজে দেখা মেলেনি, তাহলে তাদেরকে কেন জনপ্রতিনিধি করার হয় তাদেরকে কেন সরকার দায়িত্ব দিয়ে থাকেন। যেখানে সরকারের অনুদান জনসেবার জন্য দিয়ে থাকেন তা কোথায় যায়।
বর্তমান নব নির্বাচিত জনপ্রতিনিধি নেছার উদ্দিন জানান আমি মাত্র কয়েক দিন হল ক্ষমতায় এসেছি আমি যথাসাধ্য চেষ্টা করব এই রাস্তাটি সবার আগে কাজ করার জন্য, উপজেলা পর্যায়ে যদি কাজ করতে না পারি প্রয়োজন হলে এমপি মহোদয়ের কাছে আমি এই রাস্তার জন্য সান্নিধ্যে হবো ইনশাআল্লাহ।
তবে উক্ত সড়কটি সংস্কার কাজ দ্রুত কার্যকর না হলে বর্ষা সাধারন জনগন আরো চরম ভোগান্তিতে চলাপেরা করতে হবে।
Leave a Reply