সিরাজগঞ্জের রায়গঞ্জে পৌর বাসস্ট্যান্ডে ট্রাফিক আইন ভঙ্গ করে মূল রাস্তার উপর গাড়ী থামিয়ে চলছে টোল আদায়। প্রতিদিন যানজটের শিকার হচ্ছে শত শত পথচারীরা।
রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাসস্ট্যান্ড চারমাথা সংযোগ স্থলে পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান এই পৌর সভায় যাতায়াত কারীদের সুবিধার জন্য প্রায় ৪ লাখ টাকা ব্যয় করে একটি গোল চত্বর নির্মাণ করেন। কিন্তু যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই গোল চত্বরটি নিমার্ণ করা হয় তা বাস্তবে কোন উপকারে আসছে না।
কারণ গোল চত্বরটির উত্তর-পশ্চিম পাশ রাখা হলেও দক্ষিণ-পূর্ব দুটি পাশ টোল আদায়কারীদের সুবিধার জন্য বন্ধ রাখা হয়েছে।এর ফলে ৪টি রাস্তার যানবাহন মাত্র দুই পাশ দিয়ে যাতায়াত করছে।
একদিকে ৪টি রাস্তার যানবাহন চলছে গোল চত্বরটির দুই পাশ দিয়ে, অন্য দিকে ট্রাফিক আইন ভঙ্গ করে মুল রাস্তার উপর গাড়ী থামিয়ে চলছে টোল আদায়।
গুরুত্বপূর্ন রাস্তাটিতে মাঝে মধ্যেই থেমে থেমে যানজটের কারণে প্রতিদিন শত শত যাত্রী সাধারণ চরম দর্ূভোগের শিকার হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পৌরবাসী জানান, টোল আদায়কারীদের সুবিধার জন্য এই গোল চত্বরটির ২টি সাইড খুলে দেয়া হলেও অপর ২টি সাইড বন্ধ করে রাখা হয়েছে।
এ ব্যাপারে পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খুব দ্রুতই গোল চত্বরটি খুলে দেয়ার ব্যবস্থা করা হবে। টোল আদায়কারীদের সাথে যোগাযোগ করা হলে তারা গোল চত্বরটির চার পাশ খুলে দেয়ার দায়ভার মেয়রের উপর গড়ান।