পটুয়াখালী পৌরসভার ০৮ নং ওয়ার্ডের কলাবাগান আকন বাড়ির ১ম গেট থেকে ২য় গেট পর্যন্ত ৪৫০ মিটার আর সি সি রাস্তার পাকাকরন কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০.০০ ঘটিকার সময় এ কাজের উদ্বোধন করেন পটুয়াখালী পৌরসভার ০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব দেলোয়ার হোসেন আকন ও ০৭, ০৮, ০৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর জনাব নাজিরা ইসলাম (রিয়া মনি), এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সচিব জনাব মিজানুর রহমান আকন, আলহাজ্ব নুরুল হক আকন, মোঃ হানিফ আকন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।
সংরক্ষিত আসনের কাউন্সিলর জনাব নাজিরা ইসলাম রিয়ামনি উপস্তিত বক্তব্যে
বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে আজ রাস্তাঘাট ব্রীজ কালর্ভাড,শিক্ষা, স্বাস্থ্য’ বাসস্থানের যে উন্নয়ন হচ্ছে ফলে সাধারন মানুষজন অতি সহজে তাদের প্রয়োজনীয় কাজের জন্য জেলা ও উপজেলা শহরে এসে কাজ শেষ করে নিজ বাড়িতে ফিরতে পারছেন। তিনি বলেন আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমার কাজ হচ্ছে পৌরসভার সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে তাদের সুষমও উন্নয়ন সাধিত করা। তিনি আরো বলেন দেহে যত সময় প্রাণ থাকবে তিনি এই পৌরসভার মানুষের পাশে আছেন এবং আজীবন পাশে থেকে সেবা করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply