নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তরবাখরনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামের রাস্তার
মাঝে থাকা একটি কালভার্টের বেহাল দশায় অতিষ্ঠ হয়ে উঠেছে জন-জীবন।
সরজমিন ঘুরে দেখা গেছে, বাহাদুরপুর, অলিপুরা, হাসিমপুর, শ্রীনিধি সহ প্রায় ৫-৭টি
গ্রামের জনগন প্রতিনিয়ত এ রাস্তাদিয়ে চলাচল করে। এছাড়া প্রতিদিন প্রায় ৫শ’র অধিক
যানবাহন এ রাস্তাটি দিয়ে চলাচল করে। বর্তমানে কালভার্টটি ভেঙ্গে পড়ায় জনসাধারনকে অনেক
ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে বলে জানান স্থানীয়রা।
জনসাধারনের অভিযোগ, জনগণের কষ্ট দূর্দশা নিয়ে কোন ধরনের মাথা ব্যাথা নেই
জনপ্রতিনিধিদের। একই গ্রামের আব্দুর রাজ্জাক নামে এক বৃদ্ধ জানান, এ জন আহ্,ে হে জন
আইহা ছবি তুইল্লা লয়া যায় কিন্তু এ কালভার্টের কোন খোঁজ-খবর নাই। এটা ৩ মাস ধইরা
ভাংছে, মেম্বর-টেম্বর যারা আছে তারাও কোন খোঁজ-খবর লয় না। এছাড়া মনতাজ মিয়া নামে
একজন জানান, এ রাস্তাটার লাগি মানুষ বহা-বাজি করে। ইডার লাগি গাড়ি-চারি আইতারেনা।
এহন সরকারের কাছে আমরা এ কালভার্টটা চাই।
এব্যাপারে উত্তরবাখরনগর ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবু চাঁন মেম্বার বলেন,
চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি। তিনি বলেছেন কালভার্টের বরাদ্দ আমাদের ইউনিয়ন পরিষদে
নাই। বিষয়টি তিনি উপজেলা চেয়ারম্যানকে জানিয়েছেন। এছাড়া প্রায় ৫-৭ গ্রামের মানুষ
সবসময় কাঁচামাল (সবজি) নিয়ে এ রাস্তায় যাতায়াত করলেও বর্তমানে অনেক ভোগান্তির
মধ্যদিয়ে চলছেন বলে জানান তিনি।
এব্যাপারে উত্তরবাখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক নুরু’র সাথে মুঠোফোনে
যোগাযোগ করা হলে তিনি বলেন, কালভার্টটি রিপেয়ারিংয়ের জন্য দেওয়া হয়েছে। নতুন
বাজেটের মধ্যে কাজটি করা হবে। আশা করছি মাস খানেকের মধ্যে রিপেয়ারিং হয়ে যাবে।
এব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. শামীম ইকবাল মুন্না বলেন, উত্তরবাখরনগর ইউনিয়নের
বাহাদুরপুর গ্রামের যে কালভার্টটি ভেঙ্গে গেছে, এ অর্থবছরে এটি পূর্ণনির্মাণ করে
দেওয়া হবে। আগামী ৩ মাসের মধ্যে কালভার্টটির কাজ শুরু করা হবে।
Leave a Reply