সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী টু হাটপাঙ্গাসী সড়কে আব্দুর রাজ্জাক মাস্টারের পুকুর পাড়ের পুরাতন ১০০ বছর বয়সী বটগাছটি আপনা-আপনিই সড়কের অনেক খানী জুড়ে ভেঙ্গে পড়ার কারণে ভাঙ্গা সড়কে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে এ পথের যাত্রীরা।
উপজেলার গ্রামপাঙ্গাসী সড়কে বিশাল বটগাছটি গত প্রায় একমাস হলো কোন একদিন সকালে হঠাৎ উপড়ে পাশের পুকুরে পড়ে যায়। এতে করে সড়কের একাংশ ক্ষতি হয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, বটগাছটি ভেঙ্গে পড়ার পর আমরা পরিদর্শন করেছি। এটি অপসারনের জন্য উপজেলা প্রশাসনকে অনুরোধ করেছি। আশা করছি যত দ্রুত সম্ভব অপসারণ করা হবে।
Leave a Reply