রায়পুরা উপজেলা চরাঞ্চল এলাকা থেকে ৫৬০ পিস ইয়াবা ও একটি মোটর সাইকেলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, সুমন(৩৪), সাগর(২৩) ও ফটিক(৩০)।
গতকাল রাত ১১.১৫ মিনিটে উপজেলা বাঁশগাড়ি তদন্তকালীন এলাকায় রাত্রী টহলকালীন মধ্যনগর বাজারে ডিউটি করা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ৫৬০ পিস ইয়াবা ও একটিমোটরসাইকেলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
রায়পুরা থানার বাঁশগাড়ি ফাঁড়ির কর্মরত উপপরিদর্শক ইকবাল ইউসুফ জানান, বাঁশগাড়ির ফাঁড়ির ইনচার্জ মীর মাহাবুব হোসেনের নেতৃত্বে রায়পুরা থানাধীন উপজেলা চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে সাকিনস্থ মধ্য নগর হতে গৌবিনাথপুর যাওয়ার নতুন কাঁচা রাস্তার মাথায় চেকপোস্ট চলাকালে গৌপিনাথপুর হইতে মধ্যনগরগামী ২ টি মোটরসাইকেলকে সংকেত দিলে একটি মোটরসাইকেল দ্রুত পালিয়ে যায় ও অপর একটি মোটরসাইকেল জব্দ করা হয়। সাথে ৫৬০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।
রায়পুরা থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান রায়পুরা থানার বাঁশগাড়ি ফাঁড়ির কর্মরত উপপরিদর্শক এ কর্মকর্তা।
Leave a Reply