নিজস্ব প্রতিনিধি ফারহান বেলাল বাঁধন ঢাকা
গত ১৬ই আগস্ট,২০২৫ মিরপুর রুপনগরে অবস্থিত মনিপুর স্কুল এন্ড কলেজ শাখা-১ এর দশম শ্রেণীর শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষের সহায়তায় রূপনগর কলেজ ক্যাম্পাস অডিটোরিয়ামে TEDx অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে নেতৃত্ব দেন জনাব লাজিম মুস্তাহাব আদিব অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবরার আল শাকি, ফারিহা তাসনিন মোমো, ফারহান তানভিন, ফাহমিদ এবং নাভিদ আল হাসান, সহ-আয়োজক ছিলেন ফাওজিয়া তাবাসসুম ওহি এবং মাহবুবা শিকদার। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ফারিয়া তাসনিম মোমো।এছাড়াও বক্তব্য রাখেন জনাব নাঈম আশরাফ, সাদমান সাদিক, তাজওয়ার মোস্তফা, আহসান হাবীব, মাহিম, শাকিল ইকরামুল, নাজিম উদ দৌলা, উৎশো, শুভ, গাজী মাহতাব , আসিফ, এবং ইসতিয়াক পরিশেষে ব্যান্ড এসেছিল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য শিল্পী দীপা খন্দকার Disonance, METALL WAVE, শিরোনামহীন ব্র্যান্ড এর, প্রধান কণ্ঠশিল্পী ছিলেন শেখ ইশতিয়াক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, তাওহিদুল ইসলাম তন্ময়, আজমাইন মোশারফ মুগ্ধ, আন্নিতা ফাতেমা জোয়ারদার, শাহরিয়ার আরাফ, হাবিবুর রহমান, মাইশা সাগুপ্তা আরবি সহ আরো অনেকেই। বক্তাগণ তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে বাস্তব জীবনের সফলতা ও ব্যর্থতা নিয়ে আলোচনা করেন, ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার উদ্দেশ্যে বলেন জীবনে বড় হতে চাইলে অধ্যাবস্যের বিকল্প নাই জীবনে বড় হতে চাইলে পরিশ্রম করে শত বাধা-বিপত্তি পেরিয়ে লক্ষস্থলে পৌঁছাতে হবে কোনভাবেই পথ ভ্রষ্ট হওয়া যাবে না, জীবনে বড় হতে অনেক বাধা-বিপত্তি মোকাবেলা করতে হবে হতাশ হলে চলবে না। যে কোন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে। পিতা-মাতাকে সম্মান করতে হবে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে যম কালো বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাত দশটায় TEDx প্রোগ্রাম�