
এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার
রূপনগর থানায় নতুন ওসি হিসেবে যোগ দিয়েই দেখালেন কঠোর লোকদেখানো নয় প্রকৃত ‘অ্যাকশন’ দায়িত্ব গ্রহণের পর প্রথম বড় অভিযানে চোরাই স্বর্ণ উদ্ধার, আরেক অভিযানে তিন যুবক গ্রেফতার ওসি মাসুদ যেন অপরাধ দমনে নতুন বার্তা দিলেন: “রূপনগরে অপরাধের ঠাঁই নেই।”
চোরাই মাল উদ্ধারে পুলিশের দুর্ধর্ষ অভিযান,৬ ডিসেম্বর ২০২৫, মামলা নং ০৩। ধারা ৩৮১ পেনাল কোডে দায়ের করা এই মামলায় মূল অভিযুক্ত শারমিন আক্তার (৪৮)-এর গ্রেফতারের পরই পুলিশ বুঝে যায় পেছনে রয়েছে বড় চক্রের ইঙ্গিত।
ওসি মাসুদের কঠোর নির্দেশনায় এসআই মোঃ রুবেল, এএসআই মোঃ জাকিরুল হক ও এএসআই মোছাঃ সোহানা আক্তারের নেতৃত্বে পুলিশ অভিযুক্তকে সাথে নিয়েই ছুটে যায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়। সেখানকার গ্রামের বাড়িতে অভিযুক্তের দেখানো মতে উদ্ধার করা হয় –
১ ভরি স্বর্ণের চেইন, ৮ আনা ওজনের স্বর্ণের আংটি, ৪ আনা ওজনের স্বর্ণের আংটি
এক কথায় চোরাই মাল উদ্ধার অভিযানে পুলিশ ‘মাস্টারস্ট্রোক’ দেখিয়েছে। জব্দতালিকা মূলে স্বর্ণ দখলে নিয়ে শারমিনকে আদালতে পাঠানো হয়। ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে আরেকটি ‘ক্লিন সুইপ’।
এদিকে একই দিনে রূপনগর থানার বিশেষ অভিযানে আরও তিন যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা-১. মোঃ শাকিল (১৯), ২. মোঃ নাহিদ (১৯), ৩. রাজু আকন (২৪) এদের বিরুদ্ধে নগর নিরাপত্তা বিঘ্নকারী কার্যকলাপে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত, মিরপুরে সোপর্দ করা হয়।
জনমনে স্বস্তি ওসি মাসুদের আগমন বদলে দিয়েছে মাঠচিত্র রূপনগরের সাধারণ মানুষের প্রতিক্রিয়া, এত দ্রুত, এত টার্গেটেড অভিযানে আমরা অবাক। নতুন ওসি মাসুদ দায়িত্ব নিয়েই যেন অপরাধীদের ঘুম হারাম করে দিয়েছেন স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন অপরাধচক্রের দৌরাত্ম্যে জনদুর্ভোগ বাড়ছিল। কিন্তু নতুন ওসির ধারাবাহিক অভিযান এলাকায় ফিরিয়ে আনছে নিরাপত্তা ও আস্থা ওসি মাসুদ জানিয়ে দিলেন —রূপনগর এখন ‘জিরো টলারেন্স জোন’
Leave a Reply