রবিবার (১৭, জুলাই) ভোর পৌনে ৫ টায় নৌকার মাঠ পুলিশ ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মারুফ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ড্রোন ক্যামেরা ব্যবহার করা হয়। অভিযানে তথাকথিত আরসা গ্রুপের সক্রিয় নেতা রোহিঙ্গা ক্যাম্প-৭ এর দায়িত্বে থাকা শীর্ষ গান ( অস্ত্র) গ্রুপের প্রধান সৈয়দুল আমিন(২৬) কে তার আবাসস্থল থেকে গ্রেপ্তার করা হয়। সৈয়দুল আমিন ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের আমির হোসেনের ছেলে।
তাকে জিজ্ঞাসাবাদে নিজ ঘরের ভিতর টিনের ট্রাংক থেকে একটি দেশীয় তৈরি এল,জি (আগ্নেয়াস্ত্র) উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে দীর্ঘ ছয় মাস মিয়ানমারের গহীন অরণ্যে তথাকথিত আরসা গ্রুপের তত্ত্বাবধানে প্রশিক্ষণ গ্রহণ করে। দেশি-বিদেশি অস্ত্র দিয়ে তাদের প্রশিক্ষণ দেয়া হয়। অতি সম্প্রতি সে রোহিঙ্গা ক্যাম্পে তার পরিবারের সাথে দেখা করতে আসে বলে এপিবিএন পুলিশকে জানিয়েছে।
পরে আটক সৈয়দুল আমিন কে জব্দকৃত আলামত সহ পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় প্রেরণ করা হয় বলে জানা গেছে।
এপিবিএন পুলিশ সুপার মোঃ নাইমুল হক ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অপরাধীদের এবং তাদের আস্তানা খুঁজে বাহির করতে ১৪এপিবিএন কাজ করে যাচ্ছে।
Leave a Reply