নিউজ ডেস্ক: ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয় লাভের পর থেকে নারী ধর্ষণে, দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা়, সাধারণ জনগণের উপর নির্যাতন সহ বহুবিধ অভিযোগ নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান। সন্ত্রাসি ব্যবহারে জনমনে আতঙ্ক সৃষ্টি করে ইউনিয়ন পরিষদকে দুর্নীতির আতুড়ে ঘরে পরিনত করেছে। অদৃশ্য ছায়া শক্তির বলে তদন্তেই কবর হয়েছে অসংখ্য অভিযোগের। এমনকি বরখাস্ত হওয়ার পরেও শক্তিশালী খুটির জোরে হাওয়ায় উড়িছে বরখাস্ত ফাইল। আইন বিধির ব্যবহার না হওয়ায় বাড়িয়ে চলছে অপরাধের প্রবণতা।বৃদ্ধা থেকে নারী এমনকি মেম্বারকেও পর্যন্ত নির্যাতনের শিকার হতে হয়েছে। ভিজিডি কার্ড নিয়ে অভিযোগ করায় গত সোমবার ইউপি মেম্বার সিদ্দিকুর রহমানের উপর শারীরিক নির্যাতন করেন চেয়ারম্যান। নির্যাতনের শিকার মেম্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ দিন ধরে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে । তথ্য অনুসন্ধানে জানা গেছে মৃত ব্যক্তিকে ভিজিডি সুবিধা ভোগির তালিকায় রেখে ডিও করে দীর্ঘদিন হতে চাল উত্তোলন করে আত্মসাৎ করে আসছেন। এমন অভিযোগ এনে ১৪/১১/২০২৩শে মহিলা বিষয়ক অধিদপ্তরে উপ- পরিচালক বরাবর সংরক্ষিত মহিলা সদস্য সহ১১ জন মেম্বারের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ নিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা তারিফুর রহমানের একটি তদন্ত টিম গত ০৪/০৩/২০২৪ শে তদন্তের জন্য দিন নির্ধারণ করেন। অন্যান্য মেম্বার দের মত জবাব দিতে আসার পথিমধ্যে ৪ নং ওয়ার্ডের মেম্বার সিদ্দিকুর রহমান ও তার ভাইয়ের উপর শারীরিক নির্যাতন চালায় চেয়ারম্যান আতাউর রহমান। নির্যাতনের ঘটনা শিকার করেন তদন্ত ও মৎস্য কর্মকর্তা তারিফুর রহমান। মারামারির কারনে তদন্তের দিন পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।