২৭ মে ২০২১ইং
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে গত ২৬ মে ২০২১ ইং তারিখ রাত্রি আনুমানিক ১০:৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার কালাই থানাধীন পুনট কোল্ড স্টোরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে, জাল টাকা-২,০০,০০০.০০ (দুই লক্ষ), মোবাইল-০৪ টি, সীমকার্ড- ০৮ টি, মেমোরী কার্ড-০১ টি, জাল টাকা বিক্রয়লব্দ নগদ অর্থ-৪,০৫০/- টাকাসহ আসামী ১। মোঃ মানিক আকন্দ (৩৬), পিতা-মোঃ মোসলেম উদ্দিন আকন্দ, ২। মোঃ আব্দুর শুকুর আলী প্রামানিক (৩৪), পিতা-মোঃ নজরুল ইসলাম @ মিজু মিয়া প্রামানিক, উভয় সাং-তালহারা, ৩। মোঃ নায়েব আলী মৃধা@ লায়েব(৩৪), পিতা- মোঃ আবুল কাশেম মৃধা, সাং- গোদন কুড়ি, সর্ব থানা- সিংড়া, জেলা- নাটোর, ৪। মোঃ জাকারিয়া ফকির (৩০), পিতা- মোঃ আবু মুছা ফকির, সাং- গোড়না, থানা-পাঁচবিবি, জেলা- জয়পুরহাটদেরকে জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
র্যাব – কে তথ্য দিয়ে সহায়তা করুন সু-শৃঙ্খল সমাজ গড়ুন।
Leave a Reply