২৭ মে ২০২১ ইং
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে অদ্য ২৬ মে ২০২১ ইং তারিখ আনুমানিক সকাল ০৯:৩০ ঘটিকায়
র্যাব-৫ এর অভিযানে প্রাচীন পাল আমলের (৭ম শতাব্দীর) বৌদ্ধ সভ্যতার পাঁচ কোটি টাকা মূল্যের একটি প্রত্বতাত্বিক নিদর্শন ‘‘গৌরি পত্ত’’ শিবলিঙ্গ উদ্ধার।
নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন আগ্রাদ্বিগুন ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামস্থ জনৈক ধন মুহাম্মদ এর বাড়ির উঠানের সামনে নির্মান কাজের সময় খননকালে প্রাচীন পাল আমলের (৭ম শতাব্দীর) বৌদ্ধ সভ্যতার ৫,০০,০০,০০০ (পাঁচ কোটি) টাকা মূল্যের ০১ (একটি) প্রত্বতাত্বিক নিদর্শন ‘‘গৌরি পত্ত’’ শিবলিঙ্গ (যার দৈর্ঘ্য-৭৮ ইঞ্চি, ব্যাস ২৪ ইঞ্চি, ওজন-১০৩ কেজি) উদ্ধার করা হয়।
র্যাব – কে তথ্য দিয়ে সহায়তা করুন।
Leave a Reply